ভোলা অগ্রণী ব্যাংকে রেভিনিউ চুরির হিড়িক

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২১

স্টাফ রিপোর্টার//

ভোলা অগ্রণী ব্যাংক ওয়াপদা শাখায় বছরের পর বছর বিদ্যুৎ ও পানি দিলে রেভিনিউ স্টাম্প না লাগিয়ে সে টাকা চলে যাচ্ছে বড়কর্তার পকেটে। এ যেন রেভিনিউ চুরির হিড়িক। গ্রাহকরা এর প্রতিবাদ করলে তাদের সাথে করা হয় অশোভন আচরণ। সরকারের প্রজ্ঞাপন এখানে নিরুপায়।

একাধিক বিদ্যুৎ ও পানি বিলের গ্রাহকরা জানান, বিদ্যুৎ ও পানি বিল ৪০০ টাকা হলেই রেভিনিউ স্টাম্প লাগানোর সরকারি নিয়ম রয়েছে। কিন্তু ভোলা অগ্রণী ব্যাংক ওয়াপদা শাখায় বিদ্যুৎ ও পানি বিলে রেভিনিউ স্ট্যাম্প লাগানো হচ্ছে না এরকম অভিযোগ অহরহ। প্রত্যেক বিলে  ১০ টাকার রেভিনিউ স্টাম্প লাগানোর নিয়ম। এ ব্যাংকে বিদ্যুৎ ও পানি বিলের গ্রাহক সংখ্যা প্রায এক হাজার ছয় শত। অথচ প্রত্যেক বিল থেকেই বিদ্যুৎ বিভাগ এবং পৌরসভার পানি বিভাগ থেকে রেভিনিউ বাবদ দশ টাকা করে কেটে নেয়া হচ্ছে। যার পরিমাণ প্রায় ১৬ হাজার টাকা। এসকল টাকা সবই ব্যবস্থাপকের নিয়ন্ত্রণে। খাদিজা গফুর নামে একজন বিদ্যুৎ গ্রাহকের দূই বছরের জমাকৃত দিলে ১৪ টি বিলেই রেভিনিউ নেই। অথচ বিলের পরিমান প্রত্যেক মাসেই দুই হাজার টাকার উপরে। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ তানবিরুল আলম বলেন, মাঝে মধ্যে কিছু বিলে এরকম অনিয়ম হতে পারে। বিল নিয়ে আসলে লাগিয়ে দেয়া হয়। এক গ্রাহকের পাঁচটি বিল এই প্রতিবেদকের সামনে থাকলেও তা লাগানো হয়নি। তবে অকপটে স্বীকার করেছেন, প্রত্যেক বিল প্রতি বিদ্যুৎ ও পানি বিভাগ থেকে দশ টাকা করে কেটে নেন। যেসব বিলে রেভিনিউ লাগানো হয় না সে টাকা কোথায় যায়? এর কোন সদোত্তর দিতে পারেনি।