চরফ্যাশনে কুকুরের কামড়ে আহত-৩০ জন
কামরুজ্জামান//
ভোলার চরফ্যাশনে কুকুরের কামড়ে ৩০ জন আহত হয়েছে। উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক, আসলামপুর, মাদ্রাজ হামিদপুরও জিন্নাগড় ফ্যাসনগঞ্জ এলাকায় একটি কুকুর কামড়িয়ে ৩০ জন নারীপুরুষ ও শিশুকে আহত করেছে বলে স্থানীয় সূত্র ও চরফ্যাশন হাসপাতালের চিকিৎসকরা জানান। আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের ভেক্সিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে, ফ্যাসনগঞ্জের বাসিন্দা মিজান (২১) জিন্নাগড়ের বাসিন্দা রাকিব (৪) মাদ্রাজের বাসিন্দা শাহিনুর (২২) আসলামপুর আয়শাবাগের বাসিন্দা ফরহাদ (৯) একই এলাকার বাসিন্দা ইয়াছিন (৬), হামদিপুরের বাসিন্দা সামিয়া (১৭) আটকপাট এলাকার মেহেদী হাসান (১০) আয়েশাবাগ এলাকার সানজিদা (৭) আহাদ (৭) নতুন স্লুইসগেট এলাকার জিহাদ (১১) আসলামপুরের সারমিন (৬) বেতুয়া স্লুইসগেট এলাকার আলাউদ্দিন (৩৫) ফাতেমাবাদ গ্রামের নুহা (৫)। তবে স্থানীয় বাসিন্দা মাইন মিজান মাঝি বলেন, চরফ্যাশনে অন্তত ৩০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভেক্সিন দেয়া হয়েছে।