জমি দখলে চরফ্যাশনে ইউপি সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার //
ভোলার চরফ্যাসনে বেল্লাল নামে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
জানা গেছে, গ্রেফতার হওয়া বেল্লাল উপজেলার চরমানিকা ইউপির ৭নং ওয়ার্ডের মেম্বার। গত মঙ্গলবার ( ২০ জুলাই)
বেআইনীভাবে অন্যের জমি দখল, মারধর, হত্যার হুমকি দেওয়ায় একই ইউনিয়নের শহীদুল ইসলাম খান বাদী হয়ে ১০ জনকে আসামী করে মামলা করলে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে
এস আই সবুজ এর নেতৃত্বে ১নং আসামী বেল্লালকে পুলিশ গ্রেফতার করে।
মামলার বাদী শহীদুল ইসলাম খান জানান, চর ফারুকী মৌজায় আমাদের পৈতৃক ৪.৭৯ একর জমি দীর্ঘ ৪০ বছর আমাদের ভোগ দখলে থাকলেও গত সোমবার( ১৯ জুলাই) বেল্লাল তার দলবল সহ আমাদের জমি দখলের উদ্দেশ্যে চাষ দেয়, আমরা বাধা দিলে আমাদেরকে মারধর করে।
দক্ষিণ আইচা থানার অফিসার ইন চার্জ(ওসি) হারুনর রশিদ, চরমানিকা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল এর গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।