নারায়ণগঞ্জে জুস কারখানায় নিহত পরিবারকে এমপি জ্যাকব এর সহযোগিতা

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

কামরুজ্জামান//

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাসেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডে নিহত ভোলার চরফ্যাশন উপজেলার পাঁচ শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগীতা দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। চরফ্যাসন উপজেলার আছলামপুর,চরমাদ্রাজ,আবদুল্লাহপুর ও এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে নিহতদের পরিবারের হাতে এ সহযোগীতা তুলে দেন এমপি জ্যাকব।

এ সময় তিনি শোকাহত পরিবারের লোকজনকে সমবেদনা জানান এবং তাদের ক্ষতিপুরন আদায় করে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,পৌর মেয়র মোঃ মোরশেদ,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সর্বস্তরের গন্যমান্যগন উপস্থিত ছিলেন।
এ দিকে রাত পোহলেই ঈদুল আযহা অনুষ্ঠিত হলেও নিহতদের পরিবারে নেই কোনো ঈদের আনন্দ।সন্তানহারা শোকে তারা বিপর্যস্ত হয়ে পরেছে।তারা তাদের সন্তানদের লাস পর্যন্ত পাননি।
অগ্নি কান্ডের দিন নিহতরা জুস কারখানার চতুর্থ তলায় কাজ করছিলেন।ওই দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন।উপজেলা প্রশাসন তাদের মৃত্যু নিশ্চিত করেছেন। নিহত পাঁচ শ্রমিক হলেন মো.রাকিব (২০) ইউসুফ (১৮) শামীম (২০) মো. মহিউদ্দিন (২৫)হাসনাইন (১২)রাকিব (১৯)।
নিহত শ্রমিকদের পরিবারে চলছে আহাজারি। ছেলের কথা বারবার মনে করে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। অগ্নিকান্ডে নিহত হওয়ার খবরের পর থেকেই পরিবারগুলোয় চলছে মাতম। কেউ সন্তান, কেউ বাবা হারিয়েছেন। দরিদ্র পরিবারগুলোর সদস্য হয়ে পড়েছেন বাকরুদ্ধ।
নিহত হাসনাইনের বাবা ফজলু সেলফোনে জানান, তার ছেলে (হাসনাইন) ফ্যাক্টরিতে কাজ করত। কারিগর রাকিবের সহকারী ছিল সে। অগ্নিকান্ডের দিনও তারা কারখানায় কাজ করেছিল। অগ্নিকান্ডে সমস্ত শরীর পুরে ছাই হয়ে গেছে।