দৌলতখানে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু।

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

দৌলতখান প্রতিনিধি//

দৌলতখানে বাড়ির পাশের নির্মাণাধীন ঘরের সেফটিক ট্যাংকে পড়ে আফিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (১৮জুলাই) সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহে আলম মিকারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তবে ঘটনাটি বিকালের দিকে ঘটেছে। এই মৃত্যু নিয়ে ওই এলাকায় নানা গুঞ্জন চলছে। কেউ বলছে এটি হত্যা, আবার কেউ বলছে দুর্ঘটনা।

নিহতের পিতা সালাউদ্দিন ও স্থানীয়রা জানায়, বৃষ্টির পানিতে পাশের বাড়ির কামালের নির্মাণাধীন ঘরের সেফটিক ট্যাংকি ভরে যায়। নবনির্মিত সেফটি ট্যাংকে ঢাকনা না থাকায় শিশুটি অসাবধানতাবশত পড়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি পর স্থানীয় লোকজন শিশুটির সেফটিক ট্যাংকি থেকে মৃতদেহ উদ্ধার করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, বিষয়টি জানতে পেরেছি। পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।