DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১

মোঃ মিরাজ হোসাইন//

ভোলা দৌলতখান উপজেলার প্রাচীনতম (১৯১২) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজিপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা হিফযখানা, ফোরকানিয়া মক্তবের গরীব, অসহায় শিক্ষার্থী ও এলকার দুস্থ ১৩০টি পরিবারের মাঝে
ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় । ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল ৩কেজি, তৈল ১লিটার, ডাল ২কেজি, আলু ১কেজি,সেমাই ও চিনি।

মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবিরের সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মোহসেনের সভাপতিত্বে কানাডা প্রবাসী প্রকৌশলী তরিকুল আলমের নিজস্ব অর্থায়নে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম। পেশায় একজন জেলে। নদীতে কোনো ইলিশ নেই । সংকটে দিন কাটছে। করোনাকালে তাঁর সংসারের অবস্থা অত্যন্ত নাজুক। দুই মেয়ে ও তিন ছেলেসহ সাত সদস্যের পরিবার নিয়ে তিনি বিপাকে পড়েছেন। হাজিপুর মাদ্রাসা ফাউন্ডেশন থেকে তাঁর মেয়ে ঈদ উপহার সামগ্রী পাবে, এই খবরে তিনিও ছুটে এসেছিলেন।
আবুল কাশেম আরো বলেন, ‘প্রায় সময় না খেয়ে দিন যাচ্ছে। ঈদের আগে হঠাৎ করে উপহার পাব, সেটা কোনোভাবেই চিন্তা করিনি। ঈদের এ উপহারটুকু আমার জজন্য অনেক কিছু। উপহারসামগ্রী পেয়ে আমার পরানে পানি এসেছে এবং প্রাণও রক্ষা পেয়েছে।’

হাজিপুর ইসলামিয়া ফাযিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহসেন জানান, করোনাকালীন সময়, লকডাউন,পবিত্র ঈদুল আযহার আসন্ন ঈদকে সামনে রেখে হেফয বিভাগ ও মক্তবের গরীব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন।

এছাড়াও তিনি আরো বলেন,করোনাকালে দুস্থ শিক্ষার্থীদের মধ্যে হাজিপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা (মরহুম) মাওলানা আব্দুর রহীম (রহঃ) বড় হুজুরের নাতি ইন্জিনিয়ার তরিকুল আলম ঈদ উপহার সামগ্রী দিয়ে তাঁরা শিক্ষাদানের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর যে দৃষ্টান্ত দেখাচ্ছেন, তা অন্যদের অনুসরণ করা উচিত।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতখান পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল ফারাহ মিয়া ,হেফয বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম,ফোরকানিয়া মক্তবের শিক্ষক মাওলানা সালাহ উদ্দিন, ছাকিনা আদর্শ একাডেমীর সহকারি শিক্ষক মোঃ মিরাজ হোসাইন।