দৌলতখানে আওয়ামী নবীন লীগের কমিটি গঠন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২১

 

মোঃ মিরাজ হোসাইন//

ভোলা দৌলতখানে বাংলাদেশ আওয়ামী নবীন লীগের উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ১৩ জুন সোমবার ভোলা জেলা শাখার নবীন লীগের সভাপতি রবিউল ইসলাম রাজু ও রাজিব হোসেন রাজুর স্বাক্ষরিত স্মারকে দৌলতখান উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি প্রান্ত দেবনাথ, সিনিয়র সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, বাঁধন সরকার,সাগর হোসেন মিরাজ, মোঃ সাইফুল, মোঃ হাসনাইন, মাশরাফি চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ ইমন হাসান ধ্রুব ,যুগ্ম – সাধারন সম্পাদক মোঃ লিয়ন, ইসমাইল হোসেন সাজিদ, প্রিয়াশ মজুমদার, সঞ্জয় মালী, ধ্রুব মন্ডল, সাব্বির হোসেন বাবু, মোঃ আলাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক, নবী নেওয়াজ আকাশ, মাহি চৌধুরী, অরন্য গোলদার,দপ্তর সম্পাদক তৌফিক হাসান প্রান্ত, উপ-দপ্তর সম্পাদক মোঃ নাছিম, প্রচার সম্পাদক মোঃ জুয়েল। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নবী নেওয়াজ আকাশ জানান,বাংলাদেশ আওয়ামী নবীন লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমরা সংগঠনকে কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। জেলা নবীন লীগের সভাপতি জানান, আমি আশা করি আওয়ামী নবীন লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠন হিসেবে নবীন লীগের নবগঠিত কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে এমনটাই আশা করছি।