কবিতা বাংলাদেশের-কবি আল মুজাহিদী সভাপতি, মাহফুজ আখন্দ সেক্রেটারি।
স্টাফ রিপোটার//
কবিতা বাংলাদেশ এর কাউন্সিল অধিবেশন রাত ৯টায় ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী কবিগণের মতামতের ভিত্তিতে কবিতা বাংলাদেশের সভাপতি মনোনীত হয়েছেন বাংলাসাহিতের অন্যতম কবি ও দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক আল মুজাহিদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ।
কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোস্তফা মনোয়ারের উপস্থাপনায় নতুন কমিটির সদস্যগণের নাম ঘোষণা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক কবি আ জ ম ওবায়দুল্লাহ। এরপর নবমনোনীত সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ এর উপস্থাপনায় কমিটির সকল সদস্য, অভ্যাগত অতিথি এবং উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবিতা বাংলাদেশের সভাপতি কবি আল মুজাহিদী, সহসভাপতি কবি আবদুল হাই শিকদার, কবি মোশাররফ হোসন খান, কবি সোলায়মান আহসান, কবি আসাদ বিন হাফিজ, কবি হাসান আলীম, কবি আশরাফ আল দ্বীন, কবি জাকির আবু জাফর, কবি আবু তাহের বেলাল, বাচিকশিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, শিল্পী আবদুল্লাহ আল মামুন প্রমুখ। কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী ইকবাল সাকী এবং মুস্তাগিছুর রহমান।
কমিটির বিভিন্ন পদে মনোনীত সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি কবি সাজ্জাদ হোসাইন খান, কবি আবদুল হাই শিকদার, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, কবি আসাদ বিন হাফিজ, কবি হাসান আলীম, কবি মুকুল চৌধুরী, কবি চৌধুরী গোলাম মাওলা, কবি বুলবুল সরওয়ার, কবি আশরাফ আল দ্বীন, কবি শরীফ আবদুল গোফরান, কবি জাকির আবু জাফর,
যুগ্ম সাধারণ সম্পাদক কবি মুহাম্মদ আবদুল বাতেন, কবি সায়ীদ আবুবকর, কবি নয়ন আহমেদ, কবি মহিবুর রহিম, কবি আতিক হেলাল, কবি আল হাফিজ, কবি মনসুর আজিজ, কবি সৈয়দ সাইফুল্লাহ শিহাব, কবি জামশেদ ওয়াজেদ,
সাংগঠনিক সম্পাদক কবি তৌহিদুর রহমান, কবি ফজলুল হক তুহিন, কবি হেলাল আনওয়ার, অর্থ সম্পাদক কবি শহীদ শিরাজী, সহকারি অর্থ সম্পাদক কবি শাহাদাৎ সরকার, অফিস সম্পাদক কবি আফসার নিজাম, সহকারি অফিস সম্পাদক কবি ওয়াহিদ আল হাসান, কবি ইয়াসিন মাহমুদ, কবি হাসান রুহুল, প্রচার সম্পাদক কবি আবিদ আজম, সহকারী প্রচার সম্পাদক কবি বোরহান মাহমুদ, কবি বান্দা হাফিজ, কবি রাজু ইসলাম, কবি মুহাম্মদ ইয়াকুব, কবি শাহজাহান মুহাম্মদ, কবি সীমান্ত আকরাম, কবি আতিফ আবুবকর, প্রকাশনা সম্পাদক কবি নাঈম আল ইসলাম মাহিন, সহকারি প্রকাশনা সম্পাদক কবি মৃধা আলাউদ্দিন, কবি হারুন অর রশিদ সরকার, কবি মঈন শেখ, কবি নাজমূস সায়াদাত, কবি আরিফ বখতিয়ার, কবি হাসনাইন ইকবাল, কবি আসাদ জোবায়ের, কবি মাহাথির মোহাম্মদ, আইসিটি সম্পাদক কবি ওয়াহিদ জামান, সহকারি আইসিটি সম্পাদক কবি আজিজ হাকিম, গবেষণা সম্পাদক কবি নাসির হেলাল, সহকারী গবেষণা সম্পাদক কবি তমসুর হোসেন, কবি মাহবুবুল মাওলা রিপন, কবি আবু নোমান, কবি কামরুল আলম, কবি নোমান সাদিক, কবি একে আজাদ, কবি মুহাম্মদ মিজান, প্রশিক্ষণ সম্পাদক কবি মুসা আল হাফিজ, সহকারি প্রশিক্ষণ সম্পাদক কবি নাসিমুল বারী, কবি খুরশীদ আলম বাবু, কবি আমিন আল আসাদ, কবি তাজ ইসলাম, নারী বিষয়ক সম্পাদক কবি কামরুন্নসা মাকসুদা, নারী বিষয়ক সহসম্পাদক কবি নূরুন্নাহার নীরু, কবি শামীমা রহমান শান্তা, কবি মুনমুন নাহার, মীর ইসরাত জাহান, কবি ও গবেষক ড. মুর্শিদা খানম, বিদেশ বিষয়ক সম্পাদক কবি রেদওয়ানুল হক, বিদেশ বিষয়ক সহসম্পাদক কবি নাসির মাহমুদ (ইরান), কবি জহির সাদত (মালয়েশিয়া), কবি নাঈম মাহমুদ, কবি নিয়াজ শাহেদী, কবি সাজ্জাদ বিপ্লব (আটলান্টা, জর্জিয়া), কবি মোহাম্মদ খয়রুজ্জামান খসরু (লন্ডন), কবি আলম সিদ্দিকী (নিউ ইয়র্ক), কবি কুতুব উদ্দিন (সৌদি আরব)।
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন কবি মনজু রহমান, কবি তাফাজ্জল হোসাইন খান, কবি আবদুল হালিম খাঁ, কবি গাজী এনামুল হক, কবি আমিনুল ইসলাম, কবি ইব্রাহিম মÐল, কবি আবু তাহের বেলাল, কবি হারুন ইবনে শাহাদাত, কবি জাকিউল হক যাকি, কবি ওমর বিশ্বাস, কবি রফিক মুহাম্মদ, কবি মানসুর মুজাম্মিল, কবি নূরুজ্জামান ফিরোজ, কবি মুর্শিদ উল আলম, কবি জামান সৈয়দী, কবি শাহিদ উল ইসলাম, কবি নাসির উদ্দিন তুসি, কবি আলতাফ হোসাইন রানা, কবি ইব্রাহিম বাহারী, কবি খালিদ সাইফ, কবি শাহাদাত তৈয়ব, কবি ফরিদ সাঈদ, কবি ইয়াকুব বিশ্বাস, কবি আলাউদ্দিন আদর, কবি মুহাম্মদ নাসির উদ্দিন, কবি কমর উদ্দিন আহমেদ, কবি ইকবাল করিম রিপন, কবি নূরুল আলম হেলালী, কবি মিজানুর রহমান শামীম, সৈয়দ আহমদ শামীম, কবি মোস্তফা হায়দার, কবি শাহাদাত মাহমুদ সিদ্দিকী, কবি ফজলুল মল্লিক, কবি ফিরোজ মাহমুদ, কবি ইমদাদুল হক হেলালী, কবি মাহবুব বুলবুল, কবি আযাদ আলাউদ্দীন, কবি জিসান মেহবুব, কবি রহমান মাজিদ, কবি জামাল দ্বীন সুমন, কবি এরফান আলী এনাফ, কবি আসাদুল্লাহ মামুন, কবি সোহেল মাহবুব, কবি হাসান আবাবীল, কবি জসিম উদ্দিন বিজয়, কবি মুহাম্মদ ইব্রাহিম বাহারী, কবি শাহীন সৈকত, কবি আবুবকর সালেহ, কবি নূরুজ্জামান শাহ, কবি মাস্টার নজরুল ইসলাম, কবি এফ শাহজাহান, কবি প্রতীক ওমর, কবি মাসুদ কামাল, কবি রহমান তাওহীদ, কবি মির্জা নূরুন্নবী নূর, কবি মুস্তাফা ইসলাহী, কবি রকিবুল এহসান মিনার, কবি মিয়া মুহাম্মদ নাসিম, কবি বেলাল হোসেন নূরী, কবি নূরুল হুদা নূরী, কবি নাবিউল হাসান, কবি কামরুল আজাদ, কবি তরিক ইসলাম, কবি সেলিম এমরাজ, কবি সাকী মাহবুব, কবি সাইফ আলি, কবি তানিম ইশতিয়াক, কবি মাহফুজ ফারুক, কবি জাকারিয়া সৌরভ, কবি তাহেরুজ্জামান মানিক, কবি শেখ বিপ্লব হোসেন, কবি আনিছুর রহমান শেখ প্রমুখ।
বক্তাগণ বলেন, কবিতার মাধ্যমে মানুষের মনুষত্ব জাগ্রত হয়। কবিরাই পারেন সত্যকে বুকে ধারণ করে সামাজিক মূল্যবোধকে নান্দনিকভাবে উপস্থাপনের মাধ্যমে মানুষকে মানবতাবোধে উজ্জীবিত করতে। কবিতা বাংলাদেশ মানবতার বিজয়ের জন্যই কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে কবিতা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক কবি আল মাহমুদ এবং কবি মতিউর রহমান মল্লিককে বিশেষভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে কারিগরির ব্যবস্থাপনায় ছিলেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যশিল্পী মনিরুল ইসলাম।