প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১
আজ ১৩ জুলাই, যুবলীগ নেতা নূরউদ্দিন নাগর ছৈয়ালের ১ম মৃত্যু বার্ষিকী
স্টাফ রিপোটার//
আজ ১৩ জুলাই ২০২১ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলান চরফ্যাশন উপজেলার হাজারীবাগন্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নূরউদ্দিন নাগর ছৈয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৩ জুলাই রাতে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নাগার ছৈয়াল নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিকে মরহুম নাগর ছৈয়ালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পুরনো বাড়ির জামে মসজিদ, চেয়ারম্যান বাজার বড় মসজিদ ও বাজারে দক্ষিণ পাশ্ববর্তী জামে মসজিদে ফজরবাদ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তার বড় ছেলে মোঃ রবিন সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মিলাদে শরিক হাওয়ার জন্য অনুরোধ করেছেন।