সঠিক মূল্য পেলে আবদুর রহিম মিয়া সখের গরুটি এবার বিক্রি করবেন!

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১
এম লোকমান হোসেন: ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রহিম মিয়া পেশা একজন ব্যবসায়ী। ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাজারে রয়েছে রহিম স্টেশনারি নামক ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসার পাশা-পাশি তিনি অবসরে সখ করে গরু পালন করে সময় কাটান। তার সখের গরু পালন আজ একটি ছোট -খাটো নিজস্ব পরিচালনা খামারে পরিনত হয়েছে। আবদুর রহিম মিয়ার লাল বর্নের আবাল একটি গরু বিক্রির করার ইচ্ছে পোষণ করেছেন। তিনি দ্বীপকন্ঠকে বলেন, তার লাল বর্নের আবাল গরুটির ৬/৭ মন গোশত হবে। বৈশ্বিক মহামারীর লকডাউন পরিস্থিতির কারণে গরুটি হাটে উঠানো সম্ভব হচ্ছেনা। আনলাইনে ক্রেতাও সঠিক দাম পেলে তিনি আবাল গরুটি বিক্রি করবেন। কত দাম গরু বিক্রি করবেন এই প্রসঙ্গে বলেন, ১ লাখ ৫০ হাজার টাকা। আগ্রহী ক্রেতাগণ নিম্মে ফোন নাম্বারে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন। আবদুর রহিম মিয়াঃ01740927240/ 01748031319