ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্টুডিও ব্যবসায়ী’র মৃত্যু
মোঃ মিরাজ হোসাইন//
দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (২৮) নামে এক স্টুডিও ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯জুলাই)দুপুরে দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় ডিল মেশিন দিয়ে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলা চরখলিফা ইউনিয়নের সরদার আলী বেপারী বাড়ির মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে। নিহত রুবেল দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় সাজ স্টুডিও নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। স্থানীয়ারা জানান, শুক্রবার দুপুরে ভাড়া বাসায় ডিল মেশিন দিয়ে ওয়ালে কাজ করছিলেন রুবেল। এ সময় ডিল মেশিন থেকে তার বের হয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে রুবেল মারা যান। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা