প্রকাশিত: ৩:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২১
চরফ্যাশনে ভ্রাম্যমাণ আদালতের ৯ মামলা
এম লোকমান হোসেন :
বৈশ্বিক মহামারী কোভিট (১৯) করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ ৪র্থ দিনের মতো সারাদেশে মত চরফ্যাশনে চলছে কঠোর লকডাউন। চরফ্যাশনে স্বাস্থ্যবিধি না মানায় এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ১১ জনকে ৬ হাজার ২শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৯ টি মামলা করা হয়। রবিবার (৪ জুলাই) চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস। এসব অভিযানে বিজিবি ও পুলিশ অংশ গ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।