ভোলার দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের বিতর্কিত-ভুয়া কমিটি থেকে পদত্যাগ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২১

স্টাফ রিপোটার//

 

ভোলার দৌলতখানে বিতর্কিত, স্ব-ঘোষিত, ভুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগের আবেদন করেছেন কয়েকজন যুগ্ন-আহবায়ক ও সদস্য। গত ২৭/০৬/২১ ইং লিখিত ভাবে জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদকের কাছে তারা এ পদত্যাগ পত্র জমা দেন।

জেলা কমিটির কাছে লিখিত পদত্যাগ পত্রে জানা যায়, চলমান কমিটি সাথে কোন ধরনের যোগাযোগ ছাড়া  সাংগঠনিক নিয়ম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোসলেহ উদ্দিনকে আহবায়ক ও জামাল উদ্দিন ভুট্রোকে সদস্য সচিব করে গত ১৫/১১/২০ইং নিজেরাই পৌর স্বেচ্ছা সেবক দলের কমটি ঘোষনা করেন। যারা কোন দিনই এ দলের সাথে সম্পৃক্ত ছিলেননা। বিষয়টি জানাজানি হলে তারা ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহীমেকে জানান। হাফিজ ইব্রাহীম বিতর্কিত কমিটিতে দেখিলাম বলে স্বাক্ষর করে জেলা কমিটির কাছে প্রেরণ করেন। এদিকে তৎকালীন কমিটির সাধারন সম্পাদক জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক এবং সাবেক কাউন্সিলর প্রার্থী মাহবুবুর রহমান ফিরোজ বিষয়টি জেলা কমিটিসহ বিভাগীয় কমিটিকে অবহিত করেন। তারা সাংগঠনিক ভাবে কমিটি করার আশ্বাসদেন ও তাদেরকে দলের কার্যক্রম চালানোর নির্দেশ দেন। কিন্তু বর্তমান কমিটির সাথে কোন ধরনের যোগাযোগ ছাড়া, স্বৈরাচারী কায়দায়, হঠাত করে গত ০৮/০৬/২১ইং বিতর্কিত সেই কমিটিকেই অনুমোদন দেন জেলা কমিটি। কমিটি থেকে পদত্যাগ কারীদের দাবী বছরের পর বছর আওয়ামী সরকারের হামালা-মামলা, জেল, জুলুমের স্বীকার হয়ে ব্যাবসা বানিজ্যসহ সব শেষ হলো দলের জন্য। কিন্তু দলের কিছু লোকের খামখোলীর কারনে আমরা অবমূল্যায়ীত হলাম। যেখানে গনতন্ত্রের চর্চার জন্য দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান কঠোর অবস্থানে, সেখানে স্বৈরাচারী কায়দায় কমিটি গঠন হচ্ছে। এটা আমার মেনে নিতে পারছিনা। বিধায় আমারা এ কমিটি থেকে পদত্যাগ করলাম। পদত্যাগ কারীদের মধ্যে জামাল উদ্দিন, মাহবুবুর রহমান ফিরোজ, মোঃ দুলাল, জিয়া উদ্দিন, জগলু পাটোয়ারী, হারুন হাওলাদার, রানা, রাজিব, নুর উদ্দিন ও মোঃ হারুন-২ সহ মোট দশ জন যুগ্ন আহবায়ক এবং সদস্য পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন। এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওদুদ জানান, দলে মান-অভিমান থাকবে, আমরা খুব দ্রুতই এগুলো নিরসন করবো। জেলা সাধারন সম্পাদক খন্দকার আল আমিন বলেন, আমি তাদের আবেদন পেয়েছি তবে এ বিষয়ে কোন ধরনের মন্তব্য করতে পারছিনা।