জিমের মাধ্যমে সুস্থ দেহ গঠন করতে হবে- এমপি শাওন
মাহবুব আলম,লালমোহন প্রতিনিধিঃ
সুস্থ দেহ সুস্থ মন, সুস্বাস্থ্য শ্রেষ্ঠ ধন। প্রতিদিন শরীরচর্চা করব-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। মাদকমুক্ত সুস্থ সবল জাতি চাই-শরীরচর্চার বিকল্প নাই।একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী- কারন দিন শেষে আপনি আপনার দেহের মধ্যেই ঘুমান এই ৪টি শ্লোগান নিয়ে শুরু করা হলো লালমোহন জিম ক্লাব। ভোলার লালমোহনে প্রথম শ্রেণীর জিম ক্লাবের উদ্বোধনী বক্ত্যব্যে এসব কথা বলেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২৩ জুন বুধবার দুপুর ১২টায় লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,থানা ভারপ্রাপ্ত কূমকর্তা মাকসুদুর রহমান মুরাদ, পৌরসভা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।