ভোলার বোরহানউদ্দীনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

মোঃ মিরাজ হোসাইন//

ভোলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা ইউনিয়ন নতুন বাজার সংলগ্ন এলাকায় পানিতে ডুবে মোঃ ইমাম উদ্দিন (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৩জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকার একটি কূপ থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুটি বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোঃ রিয়াদ হোসেন ও মিনজু বেগমের ছেলে।

স্থানীয়রা জানায়, শিশুটি বাড়ির পাশে থাকা একটি কূপের মধ্যে আকস্মিক পড়ে যায়।
এক পর্যায়ে পানিতে ডুবে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

বোরহানউদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।