ভোলায় পুলিশের বাবুর্চি ফারুকের বিরুদ্ধে নানা অভিযোগ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলা পুলিশ লাইনের বাবুর্চি ফারুক তার ভাই ফরিদ ও ইব্রাহীম বাবুর্চিগংদের বিরুদ্ধে শালিশ বিচারের নামে পুলিশের সোর্স সেজে চাঁদাবাজী, ক্ষমতার অপব্যাবহার, জমি দখলসহ, অনৈতিক কাজের অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রশাসনের কাছে কয়েকদফা লিখিত বিচার দাবী করেছেন এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানাযায়, জমিজমার বিরোধের মিমাংসার জন্য গত ৩১/০১/২ইং সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ছোট আলগী ৮ নং ওয়ার্ডের বিবি আয়েশা একই এলাকার আবদুস সাত্তার গংদের বিরুদ্ধে পুলিশ সুবার বরাবর আবেদন করেন। কিন্তু এলাকার বিষয় ফারুক বাবুর্চিকে না জানিয়ে আবেদন করার কারনে আবেদনের ইন্দনদাতা হিসেবে এলাকার আজিজল মেস্তরীকে তার ফার্নিচারের দোকানে গিয়ে গালমন্দ করে ফারুক বাবুর্চিসহ তার গ্রæপের লোকজন। তাতেই শান্ত না হয়ে ফারুক বাবুর্চি, তার ভাই ভাতিজা, শরীফ বাবুর্চি, সজিব, হোসেনসহ তার লোকজন গত ১৫/০৬/২১ইং রাত ১০টার দিকে আজিজ মেস্তরীর দোকানের বিদ্যুতের লাইন কেটে দিয়ে তাকে এলোপাথারী মারধর করতে থাকে। এ ঘটনা লোকজন জড়ো হলে বিবি আয়েশা ৯৯৯ নাম্বারে ফোন করেন। পরে ভোলা সদর থানার এ এস আই রফিকের নেতৃত্বে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এসময় কয়েকজনকে আটক করলেও পরে তাদেরকে ছেড়ে দিয়ে আজিজ মেস্তরীকে পুলিশ শান্তনা দিয়ে চলে আসেন এবং লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে বলে জানান। এর আগেও ফারুক বাবুচির বিরুদ্ধে আচমা বেগম নামে এম মহিলার ইফটিজিংয়ের অভিযোগে ৪০,০০০/= টাকা জড়িমানা হওয়া এবং মোজাম্মেল হকের স্ত্রীর কাছে তার ভাই জমি কিনে আরো বেশী দখল করে ভোগ করার অভিযোগও রয়েছে। এলাকায় পুলিশ বা পুলিশের সোর্স পরিচয় দিয়ে ক্ষমতার অপব্যাবহার, জমি দখলসহ অনৈতিক কাজের জন্য তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও দেয়া হয়েছে কিন্তু বাবুর্চিল প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে যায় বলে যানাযায়। এ নিয়ে ফারুক বাবুর্চি বলেন, আজিজল আমার ভাতিজা, আমার ভাইদের সাথে তার কাথাকাটাকাটি ও হাতাহাতি হয়েছে। আমি সবার বড় হিসেবে আমাকে জড়িয়ে দিয়েছে। এছাড়া আমি চাকুরী করি বিধায় আমার চাকুরিটা যাতে চলে যায় সে এ চেষ্টাই করছে। আমি এসব অভিযোগের সাথে জড়িত নই। এ বিষয়ে ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন জানান, উভয় পক্ষেরই অভিযোগ পেয়েছি। এস আই জসিমকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের আলোকে ব্যাবস্থা নেয়া হবে।