চরফ্যাশনে এড. কর্তৃক শিক্ষক লাঞ্ছিত ! প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২১

কামরুজ্জামান ৷৷

চরফ্যাশনে বিতর্কিত এডভোকেট হারুন অর রশীদ ফরাজী কর্তৃক চেয়ারম্যান বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

মোঙ্গলবার ২২ জুন বিকেল ৫টার সময় চরফ্যাশন মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির রাজন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা আহবায়ক শহীদুল ইসলাম শামিম, উপজেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান ভূট্টু, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের চরফ্যাশন উপজেলা আহবায়ক সহকারী অধ্যাপক নুরুল আমিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগন উপস্থিত ছিলেন৷

জানা যায়, ২১ জুন ইউপি নির্বাচনে চরফ্যাশন উপজেলাধীন চর কলমী ইউনিয়ন ৮নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে মেম্বার প্রার্থী মোঃ জয়নাল আবেদীন ১শত ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন৷ মেম্বার না হওয়ায় ক্ষিপ্ত হয়ে জয়নালের ভাই বিতর্কিত এডভোকেট হারুন অর রশিদ ফরাজী ২২ জুন চরফ্যাশন মাছ বাজার জনসম্মুখে উক্ত নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার, প্রধান শিক্ষক রাসেদুল ইসলাম কে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করেন৷

প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মাদকাসক্ত এডভোকেট হারুন অর রশিদ কে চরফ্যাশন আইনজীবী সমিতি থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন৷ এডভোকেট হারুন অর রশিদ এর বিরুদ্ধে মাদক সেবন, নারী নির্যাতন ও একাধিক বিয়ে ও বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগও করেন শিক্ষক নেতারা৷ শেষে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বরার স্মারকলিপি হস্তান্তর করা হয়৷