প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২১
চরফ্যাশনে জমিয়াতের নবনির্বাচিত কমিটির সঙ্গে এমপি জ্যাকবের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি জ্যাকব,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল মহাজন,পৌর মেয়র এসএম মোরশেদ,প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন সরমান। জমিয়াতুল মোদার্রেছীনের চরফ্যাশন শাখার সভাপতি মাওলানা মুইনুদ্দিন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মাওলানা ফরহাদ, মিজানুর রহমান ও মো. মাইনুদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। এসময় এমপি জ্যাকব বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সরকার সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করেছে। এছাড়াও এই সরকারের আমলে চরফ্যাশন ও মনপুরায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা’সহ রাস্তাঘাট ও নদী ভাঙ্গন রোধে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইসলাম ও ধর্ম প্রাণ মুসলমানের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,চরফ্যাশন ও মনপুরার শত,শত বেকার যুবককে স্কুল কলেজসহ বিভিন্ন মাদ্রাসায় চাকুরির সুযোগ করে দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাসের।