আবু ত্বহা আদনান এর সন্ধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


এম লোকমান হোসেন//
গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হওয়া তরুণ ইসলামি বক্তা ও স্কলার আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর গাড়ীচালক ও দুই সফর সঙ্গীর সন্ধানের দাবিতে ভোলার চরফ্যাসনের সদর রোডে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‘চরফ্যাসন সচেতন যুব সমাজ’ এর আয়োজনে বৃহস্পতিবার (১৭জুন) অনুষ্ঠিত এই মানব বন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিলো লক্ষনীয়।
মানব বন্ধনে বক্তারা বলেন, ব্যাপক পরিচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান তাঁর গাড়ীচালক ও দুই সঙ্গীসহ গত ১০ জুন মধ্যরাতে নিখোঁজ হয়েছেন। ইতিমধ্যে ৭ দিন অতিক্রান্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তার কোনো খোঁজ দিতে পারেনি। এটি নি:সন্দেহে চরম উদ্বেগের বিষয়।
বক্তারা আদনান ও তার সফর সঙ্গীদের সন্ধানে দ্রুত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, প্রকাশিত খবরে জানা যায়, রংপুর থেকে ঢাকা ফেরার পথে রাত প্রায় আড়াইটায় আদনানের সাথে তার স্ত্রীর সর্বশেষ কথা হয় । এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার এবং সঙ্গীদের। স্বামীর সন্ধান চেয়ে আবু ত্বহার স্ত্রীও ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন ।