ভোলার মনপুরায় ইউপি নির্বাচনে দীপক বাহিনীর ত্রাসের অভিযোগ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২১

স্টাফ রিপোর্টার//

ভোলার মনপুরায় ২নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দীপক বাহিনীর বিরুদ্ধে।  গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির (২৩), আল আমিন (২৫),জিদনী (১৮),অনি (২৩),কাশেম (২৮),অজয় (২৬)।

 মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে, মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকে ও আমার দুই ছেলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমি ও ছোট ছেলে মোঃ আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি। ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন, সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ, আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকনরা নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি আরো বলেন,যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি । অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, পরোক্ষ ও প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা ঘটাচ্ছেন , অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে প্রার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন। মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপকের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান জানান, আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।