ভোলায় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে জামায়াতে ইসলামীর নগদ অর্থ বিতরন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

বিশেষ প্রতিনিধি//

ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার জেলার বিভিন্ন উপজেলার প্রায় দেড় শতাধিক পরিবারকে এ অর্থ প্রদান করা হয়। জামায়াতের জেলা সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংগঠনের তহবিল থেকে সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারের হাতে নগদ এ অর্থ প্রদান করেন। এ সময় তাঁর সাথে ভোলা জেলা আমীর অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা সহকারী সেক্রেটারি কাজি হারুন অর রশিদ, জেলা অর্থ সম্পাদক বেলায়েত হোসেন, চরফ্যাশন পৌর আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, দক্ষিণ আইচা থানা আমীর মাওলানা আব্দুজ জাহের, লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হক, কালমা ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদ উল্লাহসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও লালমোহনে কালমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ঘূর্ণিঝড়ে গাছের ডালা পরে মৃত আবুল কালামের অসহায় পরিবারকে নগদ পঁচিশ হাজার টাকা অনুদান তুলে দেন। অর্থ প্রদান কালে এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান আপনাদের কাছে সালাম জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত ও শোকাহত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান। তিনি আরো বলেন, জামায়াতের সীমিত সাধ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সরকারের উচিত হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। তিনি এসময় অসহায় পরিবারের সদস্যদের আল্লাহ তায়ালার কাছে সাহায্য চাওয়ার অনুরোধ করেন এবং জামায়াতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।