দৌলতখানে স্কাউটস সদস্যদের কোভিট-১৯ আর্থিক সহায়তা প্রদান

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

এম মিরাজ হোসাইন//

কোভিড-১৯ পরিস্থিতিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে দৌলতখান উপজেলা শাখার কাব ও স্কাউটস সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার ( ৩১ মে ) দুপুর ১.৩০ মিনিটে দৌলতখান উপজেলা পরিষদ কার্যালয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা জেলা প্রশাসক তৌফিক – ই – লাহী চৌধুরী ক্ষুদে স্কাউটস সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন,আলহাজ্ব মনজুর আলম খান,চেয়ারম্যান উপজেলা পরিষদ,মহুয়া আফরোজ, সহকারি কমিশনার ( ভূমি), মোঃ জাকির হোসেন তালুকদার, মেয়র দৌলতখান পৌরসভা,ভোলা জেলা স্কাউটস সাধারন সম্পাদক, জাকির তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ আলী শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন,হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, হামিদুর রহমান টিপু, ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও দৌলতখান উপজেলা কাব ও স্কাউটস সদস্যবৃন্দ।