ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট ফাউন্ডেশন এর ত্রান বিতরন
স্টাফ রিপোর্টার//
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ভোলার চরফ্যাশন ও মনপূরা উপজেলায় প্রায় ৩০০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে কোস্ট ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭ মে) কোস্ট ফাউন্ডেশনের পক্ষ হতে মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলির চরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারে মাঝে ত্রান (শুকনো খাবার) বিতরন করা হয়। কোস্ট ফাউন্ডেশন এভাবে সবসময় ভোলা জেলায় যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ায়।কলাতলির চরে ত্রান বিতরনে অংশগ্রহন করে কোস্ট ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক সনত কুমার ভৌমিক প্রমূখ। শুক্রবার (২৮ মে) চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারে মাঝে ত্রান(শুকনো খাবার) বিতরন করা হয়। ত্রান বিতরনে অংশগ্রহন করে ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আঃ সালাম হাওলাদার। এছাড়া কলাতলি ও ঢালচরে ত্রান বিতরনে কার্যক্রমে হেড সিও-মোঃফরিদ, সহকারি পরিচালক- রাশিদা বেগম ও আরপিসি-মোঃ আয়ুইব আলীসহ কোস্ট ফাউন্ডেশন ভোলা অঞ্চলের সহকর্মীগন অংশগ্রহন করে।