ভোলা দৌলতখানে ঘূর্ণিঝড় “ইয়াস” পূর্ব প্রস্তুতি সভা

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

মিরাজ হোসেন//

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় প্রস্তুতি কর্মসূচির সভা আজ শনিবার (২৪মে) সকাল ১২টায় দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অত্যন্ত প্রবলবেগে ঘূর্ণিঝড় “ইয়াস” আগামী ২৭ কিংবা ২৮ তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণ কে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জোর পরামর্শ দেওয়া হয়েছে।

এসময় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজন সতর্ক থাকার পাশাপাশি সচেতনতা অবলম্বন করা। ঘূর্ণিঝড় ‘ইয়াস’র ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখতে ও জান-মালের ক্ষতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে দৌলতখান প্রশাসন। জলোচ্ছ্বাস থেকে এখানকার বাসিন্দাদের বাঁচাতে প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী টিম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খাঁন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছিদ্দিক মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ।

এছাড়া পর্যাপ্ত পরিমাণে শুষ্ক খাবার অর্থাৎ চাল-ডাল প্রস্তত রয়েছে-সরকারি নির্দেশনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

আতঙ্ক নয়, উপকূলবাসীকে সজাগ ও সতর্কতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি।