ঘুর্ণিঝড় মোকাবেলায় ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ’র প্রস্তুতি সভা
কামরুজ্জামান//
সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে ঘূর্ণিঝড় “ইয়াস” মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (২৪ মে) সকাল ১০ টায় চরফ্যাশন আলিয়া মাদরাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম৷
ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মনির আসলামির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা- অধ্যাপক নুরুল আমিন, অধ্যাপক কামরুজ্জামান, আক্তারুল আলম সামু, শাহাবুদ্দিন চৌধুরী, মাহমুদা খানম মিলি৷ এছাড়াও হুমায়ূন কবির, আতিকা পাটোয়ারী, ইশরাত জাহান, আল আমিন মুন্না, তরিকুল ইসলাম, মাহাবুব আলম আপন সহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য যে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে সেটি শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পরিনত হবে ঘূর্ণিঝড় ইয়াস। এই ঘুর্ণিঝড় টি চরফ্যাশন উপজেলায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে৷ এরই লক্ষে চরফ্যাশন উপজেলার সবগুলো আশ্রয় কেন্দ্র খোলা রাখা, মানুষকে নিরাপদে আসতে মাইকিং করা, উপকূলীয় এলাকায় সচেতনতা বৃদ্ধির প্রচার প্রচারণা, আশ্রয়কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা সহ ঘুর্ণিঝড় পরবর্তী করনীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়েছে৷