চরফ্যাশনে মরা মুরগিসহ যুবক আটক, ৫০ হাজার টাকা জরিমানা
এম লোকমান হোসেন/ কামরুজ্জামান //
গোপনে হোটেল ও গ্রিল কাবাব ব্যবসায়ীদের কাছে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে ড্রেসিং করাতে এসে আটক হয়েছে এক যুবক। ২২ মে শনিবার রাত ৯টায় চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের বাসিন্দা আবদুস সহীদের ছেলে রাসেল (৩০) নামের এক খামারী শ্রমিক চরফ্যাসন বাজারের মিরাজ মুরগি ড্রেসিং নামের এক দোকানে মরা মুরগি ড্রেসিং করাতে এসে আটক হয়েছে। এসময় গোপন সংবাদে পৌর মেয়র মোরশেদ ও কাউন্সিলর আকতারুল আরম সামু’র নেতৃত্বে ওই যুবককে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। জানা যায়,আবুবকরপুর ইউনিয়নের খামারী শাহে আলমের এক হাজার ব্রয়লার মুরগীর প্রায় সাতশ মুরী গরমে অসুস্থ্য হয়ে মারা যায়। বাকি তিন শতাধীক অসুস্থ্য মুরগীকে জবাই করে বাজারের একটি হোটেলে দেওয়ার জন্য নিয়ে আসে বলে আটককৃত ওই যুবক দাবী করেন। তবে এ মুরগীর একশ পিচ স্থানীয় এক বিয়ে বাড়িতে দেয়ার চুক্তি হয় বলেও স্বিকার করেন ওই যুবক। মুরগীর ড্রেসিং দোকানের মালিক মিরাজ পলাতক রয়েছে। এঘটনায় আটককৃত যুবকের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
এ ঘটনায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া ব্যাক্ত করেন চরফ্যাসন বাজারের কয়েক হাজার সাধারন মানুষ,তারা অভিযুক্ত সেই হোটেলের মালিককে আটক করে প্রকাশ্য স্বাস্তির দাবী জানান।