প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মে ২০, ২০২১
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে আজো ভোলা, লালমোহন, চরফ্যাশনে মানব বন্ধন।
লোকমান হোসেন/ মাহবুুব আলম//
লালমোহনে প্রেসক্লাবের আয়োজনে প্রথম আলোর অনুসন্ধানী নারী সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন ও মিথ্যা মামলায় জেলে দেয়ার প্রতিবাদে এবং তাঁর নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্নসম্পাদক মাহবুবুর রহমান, সদস্য অধ্যাপক মিজানুর রহমান লিপু, সদস্য শাহীন কুতুব, সদস্য জাহিদুল ইসলাম দুলাল প্রমুখ। মানববন্ধনে রিপোর্টার্স ইউনিটিসহ লালমোহনে কর্মরত সকল সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তৃতায় অনতিবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিয়ে স্বাস্থ্যমন্ত্রনালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে আটকে রেখে মানসিক, শারীরিক নির্যাতন ও হয়রানি মুলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও অনতিবিলম্বে মুক্তির দাবিতে ভোলার চরফ্যাসনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিল ও চরফ্যাসন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে পৌর শহরের সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক এম. আমির হোসেন, চরফ্যাসন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন। উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি এম আবু সিদ্দিক, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম দুলাল, দিনকাল প্রতিনিধি কামাল মিয়াজী, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, প্রেসক্লাবের সদস্য সংগ্রাম প্রতিনিধি এম লোকমান হোসেন, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার, খবর পত্র প্রতিনিধি অশোক সাহা, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার,যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, জনতা প্রতিনিধি মাহবুবুর রহমান , সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী,আমার সংবাদ প্রতিনিধি নোমান চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি ইলিয়াছ আহাম্মেদ, তসলিম আখন।