সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভোলাশহর ও বিভিন্ন উপজেলায় মানব বন্ধন।

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তরি দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহীনসহ প্রথম আলো বন্ধুসভার নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া  দৌলতখান রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানব বন্ধন অনিুষ্ঠিত হয়েছে। এতে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রির্পোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ৭১ বাংলা টিভির স্টাফ রিপোর্টার কাজী জামাল । এছাড়া আরো উপস্থিত ছিলেন, কোয়ালিটি টিভির জেলা প্রতিনিধি শিক্ষানবিশ আইনজীবি মোঃ নুরউদ্দীন মাহমুদ, বাংলার কন্ঠের উপজেলা প্রতিনিধি ইতশিয়াক আহমেদ হাসিব, আমাদের সময় ও এশিয়া টিভির উপজেলা প্রতিনিধি মোঃ রোহানুল ইসলাম শোহেব, মানবতার সংবাদ ও দৈনিক মানব সময়ের জেলা প্রতিনিধি এম আওলাদ হোসেন সহ প্রমুখ। মানব বন্শন হয়েছে চরফ্যাসন প্রেসক্লাবের আয়োজনে।  চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি আবু সিদ্দিক, উপস্থিত ছিলেন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক এম. আমির হোসেন,নয়া দিগন্তের প্রতিনিধি কামরুজ্জামান, চরফ্যাসন অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক সংবাদ দাতা মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার, যায়যায়দিন প্রতিনিধি মাইনউদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোয়েব চৌধুরী প্রমুখ