চরফ্যাশনে জামা’য়াতে নামাজ আদায়ে সাইকেল উপহার

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

 এম লোকমান হোসেন//

টানা ৪০দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৪০জন শিশু কিশোর উপহার পেয়েছে ৪০টি বাইসাইকেল। রবিবার (১৬মে) বিকেলে চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ডের করিমজান মহিলা মাদ্রাসা মাঠে এ বাইসাইকেল বিতরণ করা হয়। এলাকার শিশু কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরষ্কারের ঘোষণা দেন চরফ্যাশনের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্জ ওবায়দুল হক রতন। তার এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোর নামাজ আদায় শুরু করে। টানা ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছেন এমন ৪০ জন শিশু কিশোরের হাতে এ পুরুষ্কার তুলে দেন ব্যবসায়ী ওবায়দুল হক রতন। শিশু-কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানিয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ বিষয়ে রতন মিয়া বলেন, ঘোষণার পর থেকে প্রায় শতাধিক শিশু কিশোর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে। প্রতি ওয়াক্তে তাদের হিসেব রাখা হয়। যাচাই বাছাই শেষে ২রাউন্ডে মোট ৪০ জন শিশু কিশোরকে বাইসাইকেল পুরষ্কার দেয়া হয়েছে।