লালমোহনে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন- এমপি শাওন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১

খাঁন আজিম//

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহামারী করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় অস্বচ্ছল, অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখহাসিনার সরকার সবসময় জনমানুষের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছেন। সামনে পবিত্র ঈদুল ফেতর তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস সম্পর্কে তিনি সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করাসহ সরকার কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন এবং উপস্থিত সকলের সাথে পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করেন।
১২ মে ২০২১ ইং বুধবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন তিনি। ধলীগৌরনগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদুর রহমান হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন মৃধাসহ অনান্য স্থানীয় আওয়ামীলগের নেতাকর্মীবৃন্দ।