প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ১০, ২০২১
চরফ্যাশনে আনসার সদস্যদের ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোটার//
বৈশ্বিক মহামারী (কোভিট -১৯) করেনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১০মে) বেলা ১২টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে আনসার ভিডিপি’র বিগ্রেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামিমের নির্দেশনায় শতাধীক আনসার ভিডিপি সদস্যের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা হাসিবুল হাসানের তত্বাবধানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন প্রধান অতিথি হিসেবে সদস্যদের মাঝে এ ঈদ উপহার (চাল,ডাল,তেল সেমাই) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরুপমা আকতার,কোম্পানী কমান্ডার নুর মোহাম্মদ দেওয়ান ও সহকারি কোম্পানী কমান্ডার আবদুল মন্নানসহ আরও অনেকে।