ভোলার দৌলতখানের প্রবীন শিক্ষক আবদুল মালেকের ইন্তেকাল -দ্বীপকন্ঠের শোক।

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মে ৪, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, গুপ্তগঞ্জ নিবাসী আবদুল মালেক মাষ্টার আজ ৪মে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ছেলে, ২ মেয়েসসহ অনেক গুনাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন “দ্বীপ কন্ঠের”সম্পাদক ইউনুছ শরীফ, উপদেষ্ঠা অধ্যাপক কামরুজ্জামান, ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ মনছুর আলম, বার্তা সম্পাদক এম লোকমান হোসেন, দৌতখান প্রতিনিধি মিরাজ হোসেনসহ দ্বীপকন্ঠ পরিবার।  আরো শোক জানিয়েছেন দৌলতখান, ছাকিনা আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, শিক্ষক হাছান তারেক স্বপন হাওলাদারসহ বিশিষ্ট জনরা। আগামী কাল সকাল দশটায় দৌলতখান ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।