প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
চরফ্যাসনে আজও ব্জ্রপাতে কৃষক নিহত


কামরুজ্জামান//
ভোলার চরফ্যাসন উপজেলায় ব্জ্রপাতে গতকাল (৩মে) ২জন নিহত হওয়ার পর আজও (৪মে) কালবৈশাখী ঝর শুরু হাওয়ার পূর্বক্ষনে দুপুর প্রায় ১২ টায় ব্জ্রপাতে উপজেলার শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত রুস্তম আলী হাওলাদারের ছেলে আঃ হালিম হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। মৃত আঃ হালিম হাওলাদার পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, আঃ হালিম হাওলাদার
ধান কাটতে মাঠে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ব্জ্রপাতে নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।