ভোলার তজুমুদ্দিনে ইমাম মোয়াজ্জিন কল্যান সংগঠনের দোয়া অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ১, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলার তজুমুদ্দিনে ইমাম মোয়াজ্জিন কল্যান সংগঠেনের উদ্দোগে আলোচনা ও দোয়া অনুস্ঠিত হয়েছে। আজ শশীগঞ্জ বাজারে এ অনুষ্ঠাানে  প্রধান অতিথি ছিলেন জেলা ইমাম সমিতির সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আব্বাছ উদ্দিন।

তজুমুদ্দিন ইমাম মোয়াজ্জিন কল্যান সংগঠেনের সভাপতি অধ্যক্ষ মাওঃ নুরুননবীর সভাপতিত্বে এবং সেক্রেটারী উপাধ্যক্ষ মাওঃ আবদুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তজুমুদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, টবগী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি উজ্জল হাওলাদার। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ সংগঠনের মাধ্যমে তজুমুদ্দিনের ইমাম ও মুয়াজ্জিনদের কল্যানে কাজ করা হবে।  ঐক্য থাকবে ইমাম মুয়াজ্জিনরা। যার ধারাবাহিকতায় এ সংগঠনের পক্ষ থেকে শাতাধীক ইমাম ও মুয়াাজ্জিনদেরকে নগদ অনুদান, খাদ্য সামগ্রি, ইবাদতরে সরঞ্জামাদি প্রদান করা হয়। অনুষ্ঠনে উপজেলার ইমাম মুয়াজ্জিনগন উপস্থিত ছিলেন।