প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ১, ২০২১
চরফ্যাশনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা ও ইফতার বিতরণ
স্টাফ রিপোটার//
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চরফ্যাশন পৌর ও উপজেলা শাখা। আজ ১লা মে (শনিবার) বিকেল ৪ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন পৌরসভার উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং লোড ও আনলোড ট্রাক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আসরবাদ চরফ্যাশন উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণির শ্রমিকদের নিয়ে মাহে রমযানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উভয় সভা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা সভাপতি কাজী মাওলানা হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের৷ উপদেষ্টা মাওলানা আবুল কাসেম এবং পৌরও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ববৃন্দ।