প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২১
ভোলায় অধ্যক্ষ ও রাজনীতিবীদের ইন্তেকাল, দ্বীপকন্ঠের শোক।
স্টাফ রিপোটার//
ভোলা রেবা রহমান মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান ও ভোলা জেলা কৃষকদলের সহসভাপতি জাকির হোসেন দুলাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। অধ্যক্ষ মাহবুবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাপাতাল আজ মঙ্গলবার ভোর সাড়ে তিনটা ও জাকির হোসেন দুলাল সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার কাচিয় নিজ বাড়িতে ইন্তকাল করেছেন। মৃত্যুকালে তাদের উভয়ের বয়সই পঞ্চাশোর্ধ। আজ তাদের নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাদের এ অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সমতপ্ত পরিবারেরর প্রতি সমবেদনা জানিয়েছেন দ্বীপকন্ঠ সম্পাদক ইউনুছ শরীফসহ দ্বীপকন্ঠ পরিবার।