ভোলার চরফ্যাশনে দুই যুবকের বিচ্ছিন্ন মাথা উদ্ধার

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২১

স্টটা রিপোটার//

ভোলার চরফ্যানে দুই যুবকের মাথাবিহীন দেহাবশেষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২২এপ্রিল) বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ঘটনাস্থল পরিত্যক্ত বাগান থেকে প্রায় এক হাজার গজ উত্তর দিকের মহিবুল্লাহর বাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে দগ্ধ মাথাবিহীন ওই দুই দেহাবশেষের মাথা দুইটি উদ্ধার করা হয়।

গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের অদূরে জামাল ভুঁইয়াদের পরিত্যক্ত বাগান থেকে মাথা বিহীন দুইটি আংশিক দগ্ধ দেহাবশেষ উদ্ধার করে চরফ্যাসন থানা পুলিশ।

সন্ত্রাসীরা ওই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে বলে ধারণা করা হচ্ছে।

ওই সময় মাথাবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাসন থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পুলিশ দেহাবশেষ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।
এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

থানার ওসি মনির হোসেন জানান, হত্যার ঘটনায় এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি । মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে। খুব শিগগিরই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটন হবে বলে আশাকরি।