ভোলায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

DipKantha
DipKantha
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

শরীফ মিজি//
ভোলায় আয়শা আক্তার নুপুর (২১ ) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে ঘুইংগার হাট বাজারের উপরে স্বামীর ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আয়শা আক্তার নুপুর সদর উপজেলার চরসামাইয়া ১ নং ওয়ার্ডের আখন বাড়ির বিল্লাল হোসেন এর মেয়ে এবং সদর উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর শেষ মাথা খনকার বাড়ির মো. আরিফের স্ত্রী। নুপুর ও আরিফ দম্পতির দেড় বছরের একটি ছেলে সন্তান আছে। মৃত নুপুরের বাবা বিল্লাল হোসেন জানান, নুপুরের সঙ্গে তার স্বামী আরিফের চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের বছর খানেক পর থেকেই স্বামী আরিফ নানানভাবে যৌতুকের জন্য নির্যাতন করতো। এই নির্যাতনের পরে আমার মেয়ে আমাকে ফোন করে বলে বাবা আমায় কিছু দেন নাই বলে আমাকে এমন নির্যাতন করে।  পুলিশ লাশ ময়না তদন্তে প্রেরেণ করেছে।