প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২১
ভোলার চরফ্যাশনে দুই ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার
স্টাফ রিপোটার//
চরফ্যাশন উপজেলায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের সুন্দরীর খাল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করার পরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
পুলিশ দাবি করেছে, হত্যাকারীরা আগুনে পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করায় লাশের কিছু অংশ ঝলসে গেছে। এবং ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, দুপুরে আসলামপুরের সুন্দরীর খাল এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তির মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীদে পুলিশের একটি টিম সেখান থেকে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।