স্বাধীনতার রজত জয়ন্তীতে ভোলায় মোহনা ডায়াগনস্টিকের ফ্রি মেডিকেল ক্যাম্প
শরীফ মিজি//
ভোলায় স্বাধীনতার রজত জয়ন্তীতে ভোলায় মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলার গজারিয়া বাজারে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, নাক,কান,গলা বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোহাম্মাদ আবু বক্কর ছিদ্দিক, ঢাকা ভিশন আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শাকিব হোসাইন, ভোলা সদর হাসপাতালের নবজাতক ও শিশু রোগ চিকিৎসক ডাঃ আব্দুল মজিদ শাকিল, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেডিসিন ও গাইনী রোগে অভিজ্ঞ ডাঃ নাফিসা তাসলিম (ঐশী), মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিন, পরিচালক ও লামোহন আলীয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক কবি ফিরোজ মাহমুদসহ স্থানীয় বিশিষ্টজনরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে, নবজাতক, চক্ষু, মেডিসিন, গাইনী, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন রোগের রুগীদের ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান করা হয়।