ভোলায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

স্টাফ রিপোটার//ভোলায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীর নেতৃত্বে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এর পর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সরেন নেতৃত্বে একদল পুলিশ শ্রদ্ধা নিবেদন করেন। জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মহনু মোল্রার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোমিন টুলু, যুগ্নসম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাংলা স্কুল মাঠে আলেচনা সভার আয়োজন করে। এতে সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী টেলি কনফান্সে বক্তৃতা করেন। ভোলা পৌর মেয়র ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পৌরসভায় ১০১ পাউন্ডের কেক কেটে আনন্দ উপভোগ করেন। এছাড়াও  জেলা, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

এছাড়াও বিভিন্ন স্কৃল, কলেজ, মাদ্রাসা, সরকারী, বেসরকারি সংস্থা এ দিনটি উপলক্ষে জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকিন প্রতিযোগীতা, বক্তৃতা প্রতিযোগীতার আয়োজন করে। চরফ্যাশনে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশুদের চিত্রান্কন প্রতিযোগীতায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন৷