ভোলায় জাতীয় শিশু দিবস উপলক্ষে ডাঃ আবদুল মজিদ শাকিলের ফ্রি মেডিকেল ক্যাম্প

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

স্টাফ রিপোটার//
ভোলায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ভোলা সদরের ইলিশা ইউনিয়নে সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আবদুল মজিদ শাকিলের ব্যাক্তিগত উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন ভোলার সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম।
ভোলা মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল ও শাহবাজপুর হসপিটালের সার্বিক ব্যাবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। চিকিৎসা প্রদান করেন, বরিশাল জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুব্রত কুমার হাওলাদার, ঢাকা পিজি হাসপাতালের জেনারেল সার্জারি ও ইউরোলজী চিকিৎসক ডাঃ এ এস এম তানভীর হাসান, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ নাফিসা তাসলিম (ঐশী), শাহবাজপুর ডায়াগনস্টিক এন্ড হসপিটালের গাইনী ও প্রসুতি চিকিৎসক ডাঃ মারজানা জাহান (মুমু)। উপস্থিত ছিলেন মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জামাল উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে, নবজাতক, চক্ষু, মেডিসিন, গাইনী, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিংসহ বিভিন্ন রোগের রুগীদের ফ্রি চিকিৎসা ও মেডিসিন প্রদান করা হয়।