ভোলার চরফ্যশনে বৃদ্ধকে পৈশাচিক নির্যাতন-মাছ ও জাল লুট

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১

স্টাফ রিপোটার :

ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ৮নং ওয়ার্ডের আ: হামিদ মিয়া( ৮৫) কে পৈশাচিক কায়দায় পিটিয়ে তার পুকুরের মাছ ও জাল লুট করেছে একই এলাকার মহরী হাসান, ক্যাডার মালেক, শাহীন, বশির, আজাদ, মোমিন, শফিল্যাহ ও আমিন। আজ ১৭ মার্চ সকাল ৭টায় আহত হামিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এতে আ: হামিদ মিয়া, নুর আলম, শাখাওয়াত ও জিহাদ গূরুত্বর আহত চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছে। বৃদ্ধকে পৈশাচিক নির্যাতনের ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আ: হামিদ মিয়া সাংবাদিককে বলেন, আমার মেয়ে তার কিছু জমি বিক্রির জন্য মালেকদের কাছ থেকে বায়না বাবত কিছু টাকা নেয়। ওই জমি আমরা ছেলেরা ক্রয় করে নেন। ওনারা বায়নার টাকা চান, আমরা দিতে সম্মত হই। আমার ছেলে ওনারা কত টাকা দিয়েছেন, তাদের কাছে জানতে চান। তারা ১২হাজার চান, আমরা দিতে চাই। কিন্তু টাকা না নিয়ে, পৈশাচিক ভাবে আমাকে হত্যার জন্য হামলা করে। এবং আমার বিক্রির জন্য ধরা হাজার হাজার টাকার মাছ ও জাল নিয়ে যায়। তিনি আর ও জানান, এর আগেও মহরী হাসান আমার ছেলেকে বেদম প্রহার করে। শশিভূষণ থানার মাধ্যমে, তা মীমাংশা করা হয়।
এদিকে অভিযুক্তদের বক্তব্য দিতে ফোন দিয়ে ফোন রিসিব না করা বক্তব্য নেয়া যায়নি।

এরিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।তবে, মামলার প্রস্তুতি চলছে