মুজিব বর্ষ উপলক্ষে ভোলায় ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাস অনুষ্ঠিত
স্টাফ রিপোটার//
মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ন জয়ন্তী উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগের টি-২০ প্রীতি ক্রীকেট ম্যাস অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মার্চ ভোলা গজনবী ষ্টেডিয়ামে এ ক্রীকেট ম্যাসে সভাপতি একাদশ সেক্রেটারী একাদশকে হারিয়ে জয় লাভ করে।
শিক্ষা,শান্তি, প্রগতি এ লক্ষকে সামনে রেখে মুজিব শত বর্ষ উদ্যাপন উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় প্রীতি ক্রীকেট ম্যাস শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলনাহিয়ান খান জয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুল হোসেন বিপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম, আজজিুল হকসহ ভিন্নি ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর বৃন্দ। জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদের সভাপতিত্বে, স্বেচ্ছাসেবক লীগযুগ্ন আহবায়ক আবিদুল আলমের সঞ্চালনায় বিজয়ী সভাপতি একাদশ রায়হান আহমেদের দলকে ট্রপি প্রদান করা হয় এবং সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের দলকে রানার আপ ট্রপি প্রদান করা হয়।