প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
ভোলার তজুমুদ্দিনে নির্মানাধীন ট্যাংকি থেকে ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার


স্টাফ রিপোটার//
ভোলার তজুমুদ্দিন উপজেলার ৮৪ নং দক্ষিন পশ্চিম চাচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের সিফটি ট্যাংকির ঢালাই বাশঁ খুলতে গিয়ে ৩ নির্মান শ্রমিক নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীরা জানান, রোববার দুপুরের দিকে শ্রমিকরা কাজ করতে প্রথমে এক শ্রমিক ট্যাংকির ভিতরে ঢুকে। অনেক্ষন পর সে ফিরে না আসায় আরো দুই শ্রমিক তার অবস্থা দেখতে যায়। তারাও ফিরে না আসায় স্থানীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়র সার্ভিসের একটি দল এসে তিন শ্রমিককেই মৃত অবস্থায় উদ্ধার করে। মৃতরা হলো চাচড়া ইউনিয়নের মোঃ আলাউদ্দিন (৪৮), সোনাপুর ইউনিয়নের রাকিব(২৩), শামীম(৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্ত পল্লব কুমার হাজরা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়উল হক।