ভোলায় নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনীময়, রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবী
স্টাফ রিপোটার//
ভোলায় নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী সাথে সাংবাদিকদের মত বিনীময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুধিক হাওলাদার।
মতবিনীময় সভায় বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সাংবাদিকদের সাথে সৌহর্দতার স্মৃতি তুলে ধরে ভোলার বর্তমান সমস্যা সম্ভাবনা কথা তুলে ধরেন সাংবাদিকরা। পবিত্র রমজানকে সামনে রেখে ভোলার ব্যবসায়ীরা যাতে দ্রব্যমূল্যের কৃত্তিম সংকট স্মৃষ্টি না করে, যানজট নিরসন, জমি অধিগ্রহনে প্রতারনা বন্ধ, চিকিৎসা সেবার উন্নয়নসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাদান ও সর্বোপরি সাংবাদিকদের পেশাগত কাজের সার্বক্ষনিক সহযোগীতার দাবী জানিয়ে মতমত পেশ করেন সাংবাদিকরা। এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভরায় অপু, নয়া দিগন্তের এড, সাহাদাৎ শাহীন, ভোলার বানী সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা রিপোটার্স ইউনিটির সভাপতি আল আমীন শাহরিয়ার, সময় টিভির নাসির লিটন, সংবাদিক মোতাছিম বিল্লাহ, দ্বীপকন্ঠের সম্পাদক ইউনুছ শরীফ, সাংবাদিক জুন্নু রায়হান, ভোলা রিপোটার্স ইউনিটির সম্পাদক আবদুস সহিদ তালুকদার, মেছবাহ উদ্দিন শিপু, জাকির হোসেন, ছিদ্দিক উল্যাহ, তৃৃৃৃতীয় মাত্রার ইয়াছিনুল ইমন, রুবেল, আদিল হোসেন তপুসহ ভোলায় কর্তব্যরত সাংবাদিক ও প্রশাসনের কর্মতর্তারা উপস্থিত ছিলেন।