ভোলা, চরফ্যাশন, ব্যাংকেটহাট কলেজসহ বিভিন্ন স্থানে ৭ই মার্চ পালিত
স্টাফ রিপোটার//
ভোলা, চরফ্যাশনসহ বিভিন্ন স্থানে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে ভোলা-চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭মার্চ (রবিবার) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস,চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ,মুক্তিযোদ্ধা চরফ্যাসন কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা হাসেম মিয়াসহ আরও অনেকে। এদিকে স্বাস্থ্যবিধি রক্ষা করে ব্যাংকেরহাট কো অপারেটিভ কলেজে ৭ মার্চের ভাষণের ওপর প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী হয়। আলোচনায় অংশ নেন কলেজের অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক জনাব মোঃ ফারুক ও সিনিয়র প্রভাষক জনাব মনিরুজ্জামান। এসময় তারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে বলেন। ৭ই মার্চ একটি ভাষনই নয়, এটা স্বাধীনতার অনুপ্রেরণা। এসময় কলেজের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাদিয়া, সামিয়া ও শাকিল। ৭ই মার্চের ভাষণের প্রতিযোগিতায় বিজয়ী শাকিলের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ।