ভোলা ও চরফ্যাশন পৌরসভায় আ’লীগ বিজয়ী, বিএনপি’র ভরাডুবি। অভিনন্দনে ভাসছে ডিসি-এসপি।

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

স্টাফ রিপোটার//

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোলা ও চরফ্যাশন পৌরসভায় ভোট গ্রহন শেষে হয়েছে। এতে ভোলা পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামন মনির ও চরফ্যাশন পৌরসভায় মোঃ মোরশেদ আলম নির্বাচিত হয়েছেন। বিএনপি’র ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত না থাকায় নির্বাচনে বিএনপি’র ভরাডুবি হয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহনে অভিনন্দনে আর প্রশাসংশায় ভাসছে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোঃ কায়সার।

ভোলা পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ডে মোঃ মঞ্জুরুল আলম,(ডালিম) ২নং ওয়ার্ডে মোঃ মিজানুর রহমান (উটপাখি), ৩নং ওয়ার্ডে ছালাহ উদ্দিন লিংকন (উটপাখি), ৪নং ওয়ার্ডে মোঃ আসাদ হোসেন জুম্মান (উটপাখি), ৫নং ওয়ার্ডে মোঃ এরফানুর রহমান মিথুন মোল্লা (ডালিম), ৬নং ওয়ার্ডে মোঃ ওমর ফারুক (ডালিম), ৭নং ওয়ার্ডে মোঃ শাহে আলম (উটপাখি), ৮নং ওয়ার্ডে মোঃ নাছির উদ্দিন হেলাল (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে মোঃ মাঈনুল ইসলাম শামীম (উটপাখি)। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে জোছনা ইয়াছমিন (আনারস), ৪,৫,৬ নং ওয়ার্ডে সামসুন নাহার সোনিয়া (চশমা), ৭,৮,৯ নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা (অটোরিক্স্রা)। সকাল আটটা থেকে প্রশাসনের কড়া নজরদারীর মধ্যে শান্তিপূর্লভাবে ভোটগ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। এদিকে সকল ধরনের পরিবেশ রিরাজমান থাকার পরও বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষের ভোটাররা ভোট কেেেন্দ্র ভোট প্রদানে অংশ গ্রহন না করায় বিএনপি’র ভরাডুবি হয়েছে বলে দাবী বিএনপি সমর্থিত প্রার্থীদের। শান্তিপূর্ণ ভোট গ্রহনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোঃ কায়সারকে অভিনন্দন জানাচ্ছেন সুশিলসমাজসহ সর্বস্তরের মানুষ। চরফ্যাশন পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নং ওয়ার্ডে স্বপন চৌধুুরী, ২নং ওয়ার্ডে মোঃ মফিজ, ৩নং ওয়ার্ডে আবদুল মতিন মোল্লা, ৪নং ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৬নং ওয়ার্ডে মনির হোসেন, ৭নং ওয়াার্ডে মোস্তাহিদুল হক তানভীর, ৮নং ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান মোক্তাদি, ৯নং ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু।