ভোলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মিজানের বিরুদ্ধে-লিপুর সংবাদ সম্মেলন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৮:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১

স্টাফ রিপোটার//

ভোলাপৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাজিব হাসান লিপু। আজ দুপুরে ভোলা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে লিপু বলেন, গত ২৩ ফেব্রুয়ারী আমার প্রতিদন্ধী প্রার্থী মিজানুর রহমান মিজান পৌরসভার বাহিরে বিভিন্ন এলাকা থেকে কয়েকশত মহিলা এনে তাদের সন্মানী না দেয়ায় পাশে আমার নির্বাচনী ক্যাম্পে তারা বসে হৈচৈ করেন। তাদের হৈচৈতে মসজিদে মুসুল্লিদের নামজ পরতে সমস্যা হয়। বিষয়টি আমি জেনে তাদের থামাতে যাই। কিন্তু প্রতিপক্ষ এটাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তাদের মারধরের অভিযোগ এনে মিথ্যা প্রচার করে। আসলে এর সাথে আমি বা আমরা জড়িত নই। আমি এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনের দাবী জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, অফিসার পাড়া জামে মসজিদের সেক্রেটারী আবদুল করীম হারুন, নুরুল ইসলাম, রুহুল আমিন, শাহাজাদা প্রমূখ।