জনগণের খেদমতে আত্ননিয়োগ করবো -অধ্যক্ষ মীর শরীফ হোসেন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১

স্টাফরিপোর্টার :

ভোলার চরফ্যাশন পৌর নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী, চরফ্যাশন টেকনিকাল ম্যান্জেমেন্ট কলেজের অধ্যক্ষ, সৎ, মেধাবী সাবেক ছাত্রনেতা মীর মোহাম্মদ শরীফ হোসেন বলেছেন আগামী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চরফ্যাশন পৌরসভা নির্বাচনে জনগন তাকে নারিকেল গাছ প্রতীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে তিনি পৌরবাসীর খেদমতে নিজকে আত্ননিয়োগ করবেন। তিনি সাংবাদিককে জানান, আমি চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ড ভদ্রপাড়া মরহুম আব্দুল কাদের মাষ্টারের সন্তান। চরফ্যাশন পৌরসভার অবহেলিত মানুষের সেবা, মাদক, চাদাঁবাজী বন্ধ ও সকল পৌরবাসীর মাঝে ন্যায় বিচার নিশ্চিত করার ইচ্ছে নিয়ে নির্বাচনে এসেছি। ইনশাআল্লাহ চরফ্যাশন পৌরসভার ভোটারগণ, তাদের পবিএ আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে- আমি নিজের জীবন দিয়ে হলেও তাদের সেবা করে যাবো। তিনি চরফ্যাশন পৌরসভার ভোটারদের সমর্থন ও সকলের কাছে নারিকেল গাছ প্রতীকের জন্য দোয়া চেয়েছেন।